সে চলেগেছে তার স্বভাবে ।
আমি তো রাখতে চেয়েছিলাম বারবার।
তাকে গালাগালি না করে বরং তার মতন করে ছেড়ে দাও।
কারণ একদিনের জন্যে হলেও তাকে ভালোবেসেছিলে।
একদিনের জন্যে হলেও সে তোমার হাসির কারণ ছিল।
তাকে তুমি হারাওনি, সে তোমাকে হারিয়েছে।
ক্ষমা করে দাও তাকে।